পঞ্চগড়ের বোদা উপজেলা বাংলাদেশ সেল ফোন রিপিয়ার টেকনিশিয়ান অ্যাসোসিয়েশন (বিসিপিআরটিএ) এর সহায়তায় অপ্পো "এফ-১৭" মোবাইল ফোন বোদা থানায় হস্তান্তর করা হয়েছে। আজ ২৪শে জুলাই রোববার সকাল ১১ঃ০০ ঘটিকায় বোদা বাজার চৌধুরী মার্কেট আবু নাঈম (মা টেলিকম) প্রতিষ্ঠানের ঐ মোবাইলটি রবি নামে একজন ব্যাক্তি পাসওয়ার্ড আনলক করতে আসে, মোবাইল ফোন টির মালিক ওনি কিনা জানতে চাইলে বলেন ফোন টি তার। পরে মোবাইল ক্রয়ের রশিদ বা আইএমইআই সহ মোবাইলের বক্স আছে কি না রবিকে জিজ্ঞাসা করিলে তার কাছে কিছুই নাই বলে জানান। এতে আবু নাঈমের সন্দেহ হওয়ায় বিষয় টি "বিসিপিআরটিএ" এর কেন্দ্রীয় সদস্য মোঃ নুরুজ্জামান এবং পঞ্চগড় জেলা সভাপতি ওমর ফারুক ও বোদা উপজেলা সভাপতি বেলাল হোসেন জানায়। পরবর্তীতে সকলে মিলে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে একপর্যায়ে সে স্বীকার করে যে তার বড় ভাই মোবাইল টি ঢাকা শহরে রাস্তায় পরে থাকা অবস্থায় কুড়িয়ে পেয়েছে। এ বিষয়ে "বিসিপিআরটিএ"এর মহাসচিব মোঃ হাজবুল আলম জুলিয়েট এবং বোদা থানার ডিউটি অফিসার এস আই মোঃ জহিদ কে অবগত করা হলে মোবাইল টি থানায় জমা দেওয়ার নির্দেশনা দেন।
রোববার বিকেলে ৩ঃ৩০ ঘটিকার সময় বাংলাদেশ সেল ফোন রিপিয়ার টেকনিশিয়ান অ্যাসোসিয়েশন পঞ্চগড় জেলা কমিটি এবং বোদা উপজেলা কমিটির মাধ্যমে অপ্পো " এফ১৭" মোবাইল ফোন টি বোদা থানায় হস্তান্তর করার হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেল ফোন রিপিয়ার টেকনিশিয়ান অ্যাসোসিয়েশন এর কেন্দ্রীয় সদস্য মোঃ নুরুজ্জামান, পঞ্চগড় জেলা সভাপতি ওমর ফারুক, সহ-দপ্তর সম্পাদক আশিকুল ইসলাম, বোদা উপজেলা সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক সোহাগ ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক সদস্য বাহারুল, রমজান সহ অনেকে। এ সময় বোদা থানা অফিসার ইনচার্জ সুজয় কুমার রায় এই উদ্বেগ কে স্বাগত জানান এবং হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারের বিষয়ে "বাংলাদেশ সেল ফোন রিপিয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন" বোদা উপজেলা কমিটিকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।