পঞ্চগড়ের বোদায় জাতীয় মৎস্য সপ্তারেহর উদ্বোধন করলেন রেলপথমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. নুরুল ইসলাম সুজন এমপি। রোববার দুপুরে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলী এর সভাপতিত্বে মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য এ্যাড. নুরুল ইসলাম সুজন এমপি। অুনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, পৌর মেয়র এ্যাড. ওয়াদিুজ্জামান সুজা, উপজেলা ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লুর, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী রানী বর্মন। আলোচনা শেষে রেলপথমন্ত্রী মৎস্য অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ়্য র্যালীতে অংশগ্রহণ করে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। সব শেষে রেলপথমন্ত্রী উপজেলা প্রাণীসম্পদ ও ডেইলী উন্নয়ন প্রকল্পের আওতায় মোবাইল ভেটনারী ক্লিনিকের উদ্বোধন করেন এবং গাড়ীর চাবি হন্তান্তর করেন।