জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বেগমগঞ্জ উপজেলা মৎস্য অফিসের আয়োজনে শনিবার বিকাল ৫ টায় সংবাদ সম্মেলন করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃআলমগীর হোসেন লিখিত বক্তব্য বলেন আজ থেকে(২৩-২৯) সপ্তাহব্যাপী মৎস্য সপ্তাহ চলবে। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে গণভবন থেকে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করে মৎস্য চাষকে সামাজিক আন্দোলনে রুপ দেওয়ায় সূচনা করেন। গত ১০বছরের হিসেবে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে দ্বিতীয়।
তিনি মাছ চাষকে সামাজিক আন্দোলনে রুপ দিতে সাংবাদিকদের লিখতে অনুরোধ করেন।
এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলায় কর্মরত ইলেকট্রিক,প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।