'নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ'- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্হানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে শ্রীমঙ্গল উপজেলা মৎস্য বিভাগ।
শনিবার সকাল ১১ টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনু্ষ্িঠত হয়।
এতে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন এবং মৎস্য সপ্তাহ উপলক্ষে বিস্তারিত আলোকপাত করে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফারাজুল কবির।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শ্রীমঙ্গল উপজেলায় ২০২১-২০২২ অর্থবছরে উন্মুক্ত ও বদ্ধ জলাশয়ে মোট ১০৮০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এছাড়াও রুই জাতীয় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে হাওরের পাশে ৫টি পুকুর ও ৫টি বিল নার্সারি স্হাপন করা হয়েছে। যেখান থেকে আনুমানিক ৫ লক্ষ পোনা হাওরে অবমুক্ত করা হবে। সরকারের নানাবিধ উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের ফলে ২০২০-২০২১ সালে শ্রীমঙ্গল উপজেলায় মাছের উৎপাদন হয়েছে ৯২৯৬ মেট্রিক টন। যেখানে চাহিদা ছিল ৭৫৪৫ মেট্রিক টন।
সভায় আরো জানানো হয়, গত তিন দশকে দেশে মাছের উৎপাদন বেড়েছে ২৫ গুন। বর্তমানে বিশ্বে মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্হান ৪র্থ। বাংলাদেশ এখন ইলিশ উৎপাদনে বিশ্বে রোল মডেল এবং ১ম স্হান অর্জন করেছে। তেলাপিয়া উৎপাদনে বাংলাদেশ বিশ্বে ৪র্থ এবং এশিয়ায় ৩য় স্হান অধিকার করেছে।