গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে শনিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আলতাব হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার সরকার ও উপজেলা রিসোর্স সেন্টারের সহকারি ইনস্ট্রাক্টর মো. সোহেল মিয়া প্রমুখ। এ সময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।