পঞ্চগড়ের বোদা উপজেলা ও পৌর শাখা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কৃষকলীগ বোদা উপজেলা শাখার সভাপতি, ইউ’পি চেয়ারম্যান আবদুর জব্বার ও সাধারণ সম্পাদক, সাবেক ইউ’পি চেয়ারম্যান সায়েদ জাহাঙ্গীরা হাসান সবুজ এবং পৌর শাখার সভাপতি আশরাফুল আলম ও সাধারণ সম্পাদক আবদুর গফুর নির্বাচিত হয়েছেন। গত শুক্রবার বোদা মডেল সরকারি স্কুল এ- কলেজ মাঠে অনুষ্ঠিত উপজেলা কৃষকলীগ ও পৌর কৃষকলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. নুরুল ইসলাম সুজন এমপি। উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ওমর আলীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবদুল লতিফ তারিন। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার শাহাদাত স¤্রাট, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিষ্টার কৌশিক নাহিয়ান নাবিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এ্যাড. ওয়াহিদুজ্জামান সুজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি। সম্মেলনের উদ্বোধন করেন জেলা কৃষকলীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক এ্যাড. আজিজার রহমান আরজু। এ সময় উপজেলা, পৌর ও ইউনিয়ন কৃষকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।