ভালুকায় বিএনপির নেতা মরহুম হাবিবুর রহমান হাবির স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছে বিএনপি। আলোচনা সভায় বক্তারা মরহুম হাবির স্মৃতিচারন করতে গিয়ে বলেন তিনি ছিলেন। তিনি উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের বিএনপির সাধারন সম্পাদক ও উপজেলার বিএনপির একজন ত্যাগী নেতা ছিলেন। বিগত দিনে সরকার বিরোধী যে কোন আনন্দোলনে তার বলিষ্ট ভুমিকা ছিল। নেতাকর্মীরা কোন বিপদ আপদে পড়লে তিনি ঝাপিয়ে পড়তেন। তাছাড়া সমাজ উন্নয়নের ব্যাপক অবদান রেখে গেছেন। তার মৃত্যুতে ভালুকা উপজেলা ১০নং হবিরবাড়ী ইউনিয়ন তথা ভালুকা উপজেলা বিএনপির অপুরনীয় ক্ষতি হয়েছে। তার অকাল মৃত্যুতে বিএনপির নেতাকর্মীরা শোকাহত।
২৩ জুলাই শুক্রবার আসরবাদ ভালুকা উপজেলার ১০নং হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর বাসস্ট্যান্ড এলাকায় মরহুম হাবিবুর রহমান হাবির স্মরণ সভা ও দোয় মাহফিল অনুষ্ঠিত হয়। ১০ নং হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নাজমুল আলম সোহাগ মাস্টারের পরিচালনায় হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিল্পপতি ও ময়মনসিংহজেলা বিএনরি সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামে মহাসচিব ও চেয়ারম্যান ভালুকার মাটি ও মানুষের নেতা দানবীর আলহাজ¦ মুহাম্মদ মুর্শেদ আলম। স্মৃতিচারন করেন ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সালাউদ্দিন আহাম্মেদ. সুপ্তি গ্রুব অব ইন্ডাষ্টির চেয়ারম্যান আলহাজ শহীদুল ইসলাম. বিএনপি নেতা হাতেম খান.আলাল মৃর্ধা.যুবদল নেতা আবু সাইয়িদ জুয়েল সিরাজুল ইসলাম ঢালী.খলিলুর রহমান খলিল. গ্রীন অরণ্য পার্কের ডিরেক্টর মুস্তাফিজুর রহমান মামুন. ওলামা দলের নেতা মফিজুর রহমান.শ্রমিক নেতা সোহাগ.মনিরুজ্জামান মনির.রুহল আমীন. ছাত্রদল নেতা শামীম ও শরীফ আহাম্মেদ প্রমুখ। আলোচনা শেষে মিলাদ ও দোয়া করা হয়েছে। উল্লেখ্য গত ৩ জুলাই হাবিবুর রহমান হাবি ব্রেইন স্টোক করে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী.এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।