দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৫নং খয়েরবাড়ী ইউনিয়ন শাখা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল শনিবার সকালে মহদিপুর সার্বজনীন দুর্গা মন্দির চত্বরে উৎসকমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সহকারী অধ্যাপক শ্রী অনিল চন্দ্র সরকারের সভাপতিত্বে এবং শ্রী মহেন্দ্র সরকারের সঞ্চালনায় আয়োজিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের খয়েরবাড়ী ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্রী মঞ্জু রায় চৌধুরী। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার নির্বাহী সদস্য, দৈনিক ইত্তেফাক সংবাদদাতা ও ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি খয়েরবাড়ী সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এনামুল হক, ফুলবাড়ী শাখা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব শ্রী ধীমান চন্দ্র সাহা, সহকারী অধ্যাপক শ্রী ধীরেন্দ্র নাথ সরকার ও যুগ্ম আহ্বায়ক শ্রী আনন্দ কুমার গুপ্ত। এছাড়াও বক্তব্য রাখেন বিশিষ্ট সনাতনী ধর্মগুরু শ্রী জহর লাল গুপ্ত, কাজিহাল ইউনিয়ন শাখা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী হেমন্ত কুমার বর্মন প্রমুখ।
সভায় নড়াইলের লোহাগড়া উপজেলার দীঘলিয়া গ্রামের সাহাপাড়ায় সনাতন সম্প্রদায়ের ঘরবাড়ী, ব্যবসাপ্রতিষ্ঠানে এবং মন্দিরে বর্বরোচিত হামলা, লাটপাট ও অগ্নিসংযোগের মাধ্যমে শিশু, নারী ও পুরুষদের মাঝে আতঙ্ক সৃষ্টির তীব্র নিন্দা জানানো হয়। একই সাথে এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাসহ দেশের সকল স্থানের সনাতন ধর্মালম্বীদের যানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য দাবি জানানো হয়।
সম্মেলনের প্রথম অধিবেশন শেষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার নির্বাহী সদস্য সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু’র সার্বিক দিক নির্দেশনায় প্রত্যক্ষ প্রস্তাব ও সমর্থনে ৪১ সদস্য বিশিষ্ট ফুলবাড়ী উপজেলার ৫নং খয়েরবাড়ী ইউনিয়ন শাখা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি সহকারী অধ্যাপক শ্রী অনিল চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক শ্রী বিষেশ্বর সরকার, কোষাধ্যক্ষ শ্রী নরেশ চন্দ্র সরকার এবং শ্রী অন্তর মোহন্তকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।