রেলপথমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. নুরুল ইসলাম সুজন বলেছেন বর্তমান সরকারের আমলে দেশে খাদ্য শস্যের অভান নেই। দেশ আজ খাদ্য শস্যে স্বয়ংসম্পুর্ণ। বাংলাদেশের কৃষকরা সুখে শান্তিতে বসবাস করছেন। বিএনপি সরকারের আমলে সারের জন্য কৃষকদের গুলি খেয়ে মরতে হয় না। সরকার কৃষি ক্ষেতে ব্যাপক ভুর্তকি প্রদান করছেন। সরকারের সহযোগিতার ফলে কৃষিতে ভাল উন্নতি হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বোদা উপজেলা ও পৌর কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপর্যুক্ত কথাগুলো বলেন। উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ওমর আলীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবদুল লতিফ তারিন। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার শাহাদাত স¤্রাট, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এ্যাড. ওয়াহিদুজ্জামান সুজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি। সম্মেলনের উদ্বোধন করেন জেলা কৃষকলীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক এ্যাড. আজিজার রহমান আরজু। এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন কৃষকলীগের নের্তাকর্মীরা সহ আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।