নোয়াখালীর সেনবাগের ৪২জন ভ’ূমিহীন ও গৃহহীন পরিবার পেল জমিন ও বসতঘর। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-৩ এর আওতায় দ্বিতীয় পর্যায়ে সারাদেশ একযোগে জমিন ও ঘর প্রদান উদ্বোধনের পরপরই সেনবাগে ৪২জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিনের দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন, সেনবাগ উপজেলার নির্বাহী অফিসার নাজমুন নাহার, সহকারী কমিশনার (ভূমি) তাজমিন আলম তুলি ,সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির ও মহিলা ভাইস চেয়ারম্যান মারিয়াম সুলতানা।
এউপলক্ষে সেনবাগ উপজেলা অডিটোরিয়ামের প্রধানমন্ত্রীর সঙ্গে অনলাইনে যুক্ত হন সেনবাগ উপজেলার নির্বাহী অফিসার নাজমুন নাহার, সহকারী কমিশনার (ভূমি) তাজমিন আলম তুলি ,সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির,মহিলা ভাইস চেয়ারম্যান মারিয়াম সুলতানা, কেশারপাড় ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক সুমন, অর্জুনতলা ইউনিয়নের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রিপন, মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আলম ভূঁইয়া রিঘান, নবীপুর ইউনিয়নের চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল প্রমুখ। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও উপকার ভোগীরা উপস্থিত ছিলেন। সেনবাগে যাদের জমিন ও ঘর উভয় নেই এমন ১২৫জনের তালিকা তৈয়ার করে ক শ্রেনীর ১২৫জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের সবাইকে বিনামূল্যে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউপির শায়েস্তানগর,অর্জুনতলা ইউনিয়নের ছিলোনিয়া,ডমুরুয়া ইউনিয়নের পাইখাস্তা,বীজবাগ ও ছাতারপাইয়া ইউনিয়নের বসন্তপুর গ্রামের উদ্ধারকৃত সরকারি খাস ও ক্রয়কৃত ওই জায়গায় ও বসতঘর নির্মান করে আশ্রয়ণ করে দিয়েছন সরকার।