'৮০ কোটির পৃথিবী: সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যত গড়ি'- এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নানা কর্মসুচির মধ্য দিয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে আবারো উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ জাকির, উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. পার্থ সারথি সিংহ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, মা, শিশুস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডা. রনজন চন্দ্র দাশ প্রমুখ।
এছাড়াও পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারি, উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার, পেইড পেয়ার ভলান্টিয়ার গন উপস্হিত ছিলেন।
পরে পরিবার পরিকল্পনা কার্যালয়ে বিভিন্ন ক্যাটাগরিতে ৭ জন শ্রেষ্ঠ কর্মীকে ক্রেস্ট প্রদান করা হয়।