রংপুরের পীরগাছায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রেজাউল করিম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলা তাম্বুলপুর ইউনিয়নের রহমত চর (পশ্চিমপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা এদাদুল হকের ছেলে।
নিহতের পরিবার জানায়, রেজাউল করিম মঙ্গলবার বিকেলে দিকে তার ঘরের ভিতরে সেচ পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় একটি ইউডি মামলা করে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।