মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পূণর্বাসনের আওতায় গতদুই দিনে বেগমগঞ্জে ৫৮টি পরিবারের নামে দলিল রেজিষ্ট্রি হওয়ার তাদের মাঝে আনন্দের বন্যা বইছে। এর পাশাপাশি ঐ পরিবারের লোকজন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হায়াত বৃদ্ধি কামনায় দোয়া করেছেন।
বেগমগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাত জানান,মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পূণর্বাসন কর্মসূচির আওতায় তৃতীয় পর্যায় দ্বিতীয় ধাপে এই উপজেলায় ৬০টি পরিবারকে পূণর্বাসনের জন্য মনোনীত করা হয়। এরই আলোকে বেগমগঞ্জ উপজেলা সাবরেজিষ্ট্রি অফিসে বিনা খরছে ৫৮টি পরিবারকে ২ শতক করে জমির দলিল রেজিষ্ট্রি করে দেওয়া হয়। বাকী ২ পরিবারকে ও রেজিষ্ট্রি করে দেওয়া হবে। প্রতিটি পরিবারের প্রাপ্ত ২শতক জমির উপর ঘর নির্মাণ করার জন্য ২ লক্ষ ৫৯ হাজার টাকা করে বরাদ্দ আছে। সে মতে ঘর নির্মাণ এর কাজ শুরু হবে।
ভূমিহীন পরিবার গুলো জায়গা পেয়ে আবেগ আপ্লুত হয়ে কান্না করতে থাকেন,তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।