২০ জুলাই দুপুরে ভালুকায় প্রস্তাবিত ইকোপার্ক নির্মানের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন থেকে প্রকাশ্যে মাইকে সংবাদিকদের বেঁধে পেটানোর প্রতিবাদে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা প্রেসক্লাবের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এ ঘটনায় সাংবাদিক নেতারা ভালুকা থানায় জিডি করতে গেলে পুলিশ জিডি নেয়নি।
মানববন্ধন থেকে বক্তারা হুমকি দাতাদের অবিল্বে আইনের আওতা এনে বিচারের দাবী জানানো হয়। মাইকে প্রকাশ্যে হুমিক দাতাদের এই বক্তব্যের কারণে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোন সাংবাদিক আক্রান্ত হয় তাহলে এর দায় হুমকি দাতাদেরকেই নিতে হবে। মানববন্ধনে বক্ত্য রাখেন, ভালুকা প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, সাবেক সভাপতি এসএম শাহজাহান সেলিম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন, সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ খান, এমএ মালেক খান উজ্জল, মোহাম্মদ আক্কাছ আলী;প্রমুখ।
মানববন্ধনে সাংবাদিকদের বেঁধে পেটানোর নির্দেশদাতা উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ.ইউপি চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চু ও সাবেক যুবলীগ নেতা রেজাউল করিম রিপনকে ৭ দিনের মধ্যে অভিলম্বে তাদের বক্তব্য প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাব্ িজানানো হয়। আর তা না হলে পরবর্তীতে আরো বৃহত্তর কর্মসূচি ঘোষণা দেয়া হবে। মানববন্ধন শেষে হুমকিদাতা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ভালুকা প্রেসক্লাবে এসে দুঃখ প্রকাশ করে তার ওই দিনের বক্ত্যব প্রতাহার করেন।