বন্যার ধকল কাটতে না কাটতেই শুরু হয়েছে খরা। উত্তরের অন্যান্য জেলার মতই কুড়িগ্রামের চর রাজিবপুরে খরায় পুড়ছে। বেশ কয়েক দিন আগেই ছিল নদী ,পুকুর ও খালবিল ভর্তি পানি আর পানি।
সেই পানি শুকিয়ে নদীর তলায় অবস্থান করছে। খাল বিল শুকিয়ে যেন হয়েছে মরুভুমি। ক্ষেত-খলা ফেটে হয়েছে চৌচির। সে কারণে আমন আবাদ নিয়ে কৃষক যেমন সংকিত,তেমনি পাট জাগ দেওয়া নিয়ে পড়েছে মহা বিপাকে।
ভরা বর্ষা মৌসুমে বৃষ্টির পানির অভাবে বিপাকে পড়েছে উপজেলার পাট ও আমন চাষীরা। পর্যাপ্ত পানি না থাকায় পাট জাগ না দিতে পারায় একদিনে যেমন মাঠের পাট কাটতে পারছে না, অন্যদিকে পাট না কাটার ফলে সেসব জমি খালি করে জমি তৈরি করতে পারছেনা।
এতে সময় মত পাট জাগ দিতে না পারলে পাটের ন্যায্যমুল্য এবং সময়মত ধান রোপন করতে না পারলেও ধানের উৎপাদন কমে যাওয়াসহ কৃষিতে বড় ধরনের ক্ষতির আসংকা করছে উপজেলা কৃষি অধিদপ্তর।
উপজেলা কৃষি অধিদপ্তর সুত্রে জানা গেছে, এ বছর উপজেলার ২ হাজার ৭৬০ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে। গেল বছর পাটের চাষ করা হয় ২ হাজার ৬৫৫ হেক্টর জমিতে। গত মাসের বন্যায় ১৮৫০ হেক্টর জমির পাট তলিয়ে যায়। যার অধিকাংশই ক্ষতিগ্রস্থ। এবার আমন চাষের লক্ষ্য মাত্রা ধার্য করা হয়েছে ২ হাজার ৫৯০ হেক্টর জমিতে। গত বছর ছিল ২ হাজার ৪৫০ হেক্টর।।
উপজেলার সদর ইউনিয়নের বালিয়ামারী গ্রামের প্রান্তিক কৃষক রফিকুল ইসলাম জানান, পাট কেটে একটি ডোবায় জাগ দিযেছিলাম, তখন পানি ছিল এক হাঁটু ভাবছিলাম বৃষ্টি হয়ে পানি বেশি হবে। কিন্তু বৃষ্টি না আসায় তার পাটের জাগ শুকনায় পড়েছ্।ে শ্যালো মেশিন দিয়ে দিলাম তাও পাটের জাগ আবার শুকনায় পড়েছে।
চর রাজিবপুরের কৃষক সুরমান আলী জানান,ক্ষেতের পাট মরে যাচ্ছে,কিন্ত ু পানির অভাবে পাট কাটতে পারছিন্ াআল্লাহ বৃষ্টি না দিলে ক্ষেতের পাট ক্ষেতেই মরে যাবে।
জাউনিয়ার চরের কৃষক আহম্মদ আলী জানান,পাট কেটেছি,কিন্ত ু পানির অভাবে আমন রোপন করতে পারছিনা। আর কয়েক দিন দেখার পর প্রয়োজনে শ্যালো মেশিন দিয়ে পানি দিয়ে আমন লাগাতে হবে।
চর রাজিবপুর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, বৈরি আবহাওয়ার কারণে এ বছর পাটের লক্ষমাত্রা ও আমনের লক্ষমাত্রা অর্জিত নাও হতে পারে।