রংপুরের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের তত্বাবধানে অনুষ্ঠিত কমিউনিটি ক্লিনিকগুলোর কমিউনিটি গ্রুপ(সিজি)দের দু’দিন ব্যাপী প্রশিক্ষনের নামে অভিনব কৌশলে দু’লক্ষাধিক টাকা তছরুপ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা সাদিকাতুল তাহিরিন এর নির্দেশে ১৬ বছর ধরে এ উপজেলায় স্যানিটারী ইন্সপেক্টর হিসেবে কর্মরত,দুর্নীতি অনিয়মে পারদর্শী হিসেবে খ্যাত গোলাম মোস্তফা নানা কৌশলে ভুয়া বিল ভাউচার তৈরী করে এই অর্থ সাশ্রয় পুর্বক তছরুপ ও ভাগাভাগি করেছেন। কর্তৃপক্ষ জানায়, গত এপ্রিল মাসের শেষে শুরু হয়ে মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত ২৮ টি ভ্যেনুতে ২ ক্লিনিকের সদস্য (সিজি)দের একত্র করে পৃথক দু’দিন প্রশিক্ষন দেয়া হয়। প্রতিটি ক্লিনিকের ১৭ জন করে সদস্য হিসেবে ২ ক্লিনিকের ৩৪ জন সদস্য প্রশিক্ষনে অংশ গ্রহনের কথা থাকলেও কোন প্রশিক্ষনেই ২ ক্লিনিক মিলে ২৭ থেকে ২৮ জনের বেশি উপস্থিত ছিল না। অভিযোগ রয়েছে,প্রতিটি প্রশিক্ষনে ৩৪ জনের উপস্থিতি ও বিল প্রদান দেখিয়ে প্রতিটি প্রশিক্ষনে গড়ে ৬ জনের নামে ১৮’শ টাকা হিসেবে এক লাখ টাকার বাড়তি বিল উত্তোলন করা হয়েছে। ইউনিয়ন পরিষদের একটি ভবনে প্রশিক্ষন দেয়া হলেও ২৮ টি ভ্যেনুতে ভাড়া হিসেবে ২৮ হাজার টাকার ভুয়া বিল উত্তোলন করা হয়েছে। প্রতিটি প্রশিক্ষনে পৃথক ২ টি ব্যানার তৈরীর জন্য ৫’শ টাকা করে ২৮ হাজার টাকা বরাদ্দ থাকলেও ৩’শ টাকার ২৮ টি ব্যানার তৈরী করে একই ব্যানার দিয়ে দু দিন প্রশিক্ষন চালানো হয়। এতে প্রায় অর্ধ লক্ষ টাকা সাশ্রয় পুর্বক পকেটস্থ করা হয়েছে। প্রতিটি ভ্যেনুতে ১ জন করে পিয়ন বরাদ্দ ছিল। প্রতিদিন পিয়নের জন্য ১ হাজার টাকা বরাদ্দ থাকলেও স্বাস্থ্য পরিদর্শকদের দ্বারা যাবতীয় কাজ সম্পন্ন করে নিয়ে পিয়নের জন্য বরাদ্দকৃত ২৮ হাজার টাকা সম্পুর্ন ভুয়া বিল তৈরী ,উত্তোলন ও পকেটস্থ করা হয়। সে সময় রমজান মাস হেতু ইফতারীর জন্য প্রত্যেক সদস্যের প্রতিদিন ১৫০ টাকা হারে বরাদ্দ থাকলেও ১৫ টাকার একটি জুস,একটি ১০ টাকার আপেলও ২টিঁ খেজুর দেয়া হয় প্যাকেটে। যার মুল্য ছিল মাত্র ৩০ টাকা। এভাবে খাবারের বরাদ্দ থেকে ১২০ টাকা হারে ২ লাখ ২৪ হাজার ৪’শ টাকা তছরুপ করা হয়। সর্বসাকুল্যে দেখা যায়,কমিউনিটি ক্লিনিকের প্রশিক্ষন থেকে গত এপিল-মে মাসে সর্বমোট ৫ লক্ষাধিক টাকা তছরুপের ঘটনা ঘটেছে। প্রশক্ষনের চিঠি পাবার পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাদিকাতুল তাহিরিন ওই চিঠির উপর স্বহস্তে এসআই মার্ক করে স্যানিটারী ইন্সপেক্টর গোলাম মোস্তফাকে দায়িত্ব অর্পণ করেন। মওকা বুঝে অন্যান্য প্রশিক্ষনের মতোই গোলাম মোস্তফা নানা কৌশলে বিপুল অংকের অর্থ সাশ্রয় করে ওই কর্মকর্তার হাতে তুলে দিয়ে ভাগাভাগি করেন। কমিউনিটি ক্লিনিকের প্রশিক্ষন সংক্রান্ত কাগজপত্র যাচাই করলেই থলের বিড়াল বেরিয়ে আসবে বলে একাধিক সুত্র দাবি করেছে। এ ব্যাপারে জানার জন্য সাদিকাতুল তাহিরিনকে ফোন দেয়া হলে তিনি রিসিভ করেননি।