কুড়িগ্রামের নাগেশ্বরীতে জাতীয়পার্টির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। কচাকাটা খানা জাতীয়পার্টির আয়োজনে উপজেলার কচাকাটা, কেদার, বল্লভেরখাস ও বলদিয়া ইউনিয়নের কর্মীদেরকে নিয়ে কেদার মহাবিদ্যালয় মাঠে সোমবার রাত ৮টা থেকে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির হাতে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আওয়ামী লীগ ও বিএনপি’র প্রায় শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদেন। কচাকাটা থানা জাতীয় পার্টির আহ্বায়ক আজিজার রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক একেএম মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি সাবেক পৌর মেয়র আবদুর রহমান মিয়া, কেদার ইউপি চেয়ারম্যান আখম ওয়াজেদুল কবীর রাশেদ, কচাকাটা ইউপি চেয়াম্যান শাহাদৎ হোসেন মন্ডল, বামনডাঙ্গা ইউপির সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেনসহ অন্যরা।