গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে ৫৯৫ জনের মৃত্যু হয়েছে। ভাইরাসে নতুন করে শনাক্ত হয়েছেন ৫ লাখ ১৫ হাজার ২৮ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৩ লাখ ৮৭ হাজার ৭০২ জনে। জাপানে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে, ১ লাখ ৪ হাজার ৮৩২ জন। দেশটিতে ২৪ ঘণ্টায় মারা গেছেন ২১ জন। ইতালিতে একদিনে করোনা রোগীর মৃত্যু হয়েছে ৭৯ জন। ২৪ ঘণ্টায় দেশটিতে ৬৭ হাজার ৮১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ লাখ ৮৭ হাজার ৭০২ জন। করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ কোটি ৭৬ লাখ ৬৬ হাজার ৮৫ জনে। এ ছাড়া সুস্থ হয়েছে ৫৩ কোটি ৮৭ লাখ ৫১ হাজার ৫০৫ জন। যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ২৪ হাজার ৭৫৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ২১ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ কোটি ১২ লাখ ৭৫ হাজার ১৪৯ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৪৮ হাজার ৮৪৩ জন। এ ছাড়া সুস্থ হয়েছেন আট কোটি ৬৬ লাখ ৪৬ হাজার ২২০ জন। এদিকে, ব্রাজিলে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৮৫২ জন এবং মৃত ৫৫ জন। ইতালিতে আক্রান্ত ৬৭ হাজার ৮১৯ জন এবং মৃত্যু ৭৯ জনের। গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে আক্রান্ত ২৪ হাজার ৩২৫ জন এবং মৃত্যু হয়েছে ৭৩ জনের। জাপানে মৃত ২১ জন এবং আক্রান্ত ১ লাখ ৪ হাজার ৮৩২ জন। গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় মৃত ৩০ জন এবং আক্রান্ত ৩৭ হাজার ৮৯৯ জন। চিলিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯২০ জন এবং মৃত্যু হয়েছে ৪৭ জনের। এ সময়ে বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ২৩৪ জনে। এসময়ে রোগী শনাক্ত হয়েছে ৯০০ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৯৬ হাজার ৩৪ জনে। ভয়াবহ দাবানলে পুড়ছে ইউরোপ-আফ্রিকার বিভিন্ন এলাকা স্পেন, ক্রোয়েশিয়া এবং গ্রীসেও দাবানল ছড়িয়ে পড়ায় ফ্রান্সে দক্ষিণ-পশ্চিমে দাবানলের ভয়ে ১৬০০০ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। দক্ষিণ স্পেনে আগুন থেকে বাঁচতে ৩২০০ এরও বেশি মানুষ মিজাস পাহাড়ে পালিয়ে গিয়েছে। স্পেনের ক্যাস্টিলা ওয়াই লিওন, গ্যালিসিয়া এবং এক্সট্রিমাদুরা প্রদেশে দাবানল ছড়িয়ে পড়েছে। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সাম্প্রতিক দিনগুলিতে পর্তুগাল এবং স্পেনে গরমে এক হাজারেরও বেশি মৃত্যু হয়েছে। পর্তুগালের দাবানল আপাতত নিয়ন্ত্রণে আছে। ফ্রান্সের গিরোন্ডে কর্তৃপক্ষ একটি জনপ্রিয় পর্যটন অঞ্চল ও ক্যাম্পসাইট থেকে রক্ষীদের সরিয়ে নিয়েছে। টেস্টে-ডি-বুচ এবং ল্যান্ডিরাস এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। মালাগা এলাকায় বসবাসকারী এলেন ম্যাককার্ডি রয়টার্সকে বলেছেন: “আমরা শুধু কিছু প্রয়োজনীয় জিনিসপত্র সাথে নিয়েছি। ঘর থেকে বের হয়ে আমরা রাস্তার কাছে চলে এসেছি। সেখানে প্রচুর অ্যাম্বুলেন্স এবং ফায়ার ইঞ্জিন রয়েছে। ভূমধ্যসাগর জুড়ে পশ্চিমে মরক্কো থেকে পূর্বে ক্রিট পর্যন্ত হাজার হাজার অগ্নিনির্বাপক কর্মী এবং অনেক জলবোমা বিমান মোতায়েন করা হয়েছে। ফরাসি আবহাওয়া পরিষেবা গত রোববার দেশের দক্ষিণে ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পূর্বাভাস দিয়েছে এবং সোমবারের জন্য নতুন তাপ রেকর্ডের পূর্বাভাস দেওয়া হয়েছে। পর্তুগালে সম্প্রতি তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। যুক্তরাজ্যে প্রচ- তাপের জন্য একটি অ্যাম্বার সতর্কতা রয়েছে, কারণ দেশটি সোমবার এবং মঙ্গলবার রেকর্ড তাপমাত্রার জন্য প্রস্তুত, সম্ভবত কিছু অংশে ৪১ ডিগ্রি সেলসিয়াস পৌঁছেছে। ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের জলবায়ু বিজ্ঞানী ডঃ ইউনিস লো বিবিসিকে বলেছেন, “ক্রমবর্ধমান তাপমাত্রা জলবায়ু পরিবর্তনের একটি স্বাক্ষর” এবং যুক্তরাজ্যে, তাপপ্রবাহের কারণে বছরে ২০০০ মানুষের মৃত্যু হয়েছে। আমাদের জীবাশ্ম জ¦ালানি পোড়ানো বন্ধ করতে হবে। ডাঃ লো আরো বলেন, তাপপ্রবাহ জনসাধারণকে হিটস্ট্রোক, তাপ ক্লান্তি এবং ডুবে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। যদিও সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে ছোট শিশু, বয়স্ক এবং অন্তর্নিহিত মানুষেরা। আফ্রিকার দেশ মরক্কো ১৩০০ জনেরও বেশি মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। উত্তরে বনের দাবানল মোকাবেলায় আরও দমকল কর্মী মোতায়েন করা হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্থ এলাকা হচ্ছে লারাচে প্রদেশ। দক্ষিণ-পশ্চিম তুরস্ক এবং ক্রোয়েশিয়ার অ্যাড্রিয়াটিক উপকূলের কিছু এলাকাও দাবানলের সঙ্গে লড়াই করছে। দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের এক বাসিন্দা বনের দাবানলকে “অপোক্যালিপটিক-পরবর্তী” অনুভূতি হিসাবে বর্ণনা করেছেন। আগুন সেখানে ১০৫০০ হেক্টর জমি পুড়িয়ে দিয়েছে। ইতিমধ্যে,আল্পস পর্বতারোহীদের “অসাধারণ জলবায়ু পরিস্থিতির” কারণে শিলা পতনের ঝুঁকির কারণে মন্ট ব্ল্যাঙ্কে তাদের ভ্রমণ স্থগিত করার জন্য অনুরোধ করা হচ্ছে। পর্তুগালের উত্তরে আগুন এই বছর ৩০০০০ হেক্টর (৭৫০০০ একর) জমি ধ্বংস করেছে। ২০১৭ সালের গ্রীষ্মের পর থেকে সবচেয়ে খারাপ আগুনের ক্ষতি, যখন বিধ্বংসী দাবানলে প্রায় ১০০ জনের মৃত্যু হয়েছিল।