ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাখরনর এলাকায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংর্ঘষে মাইক্রোবাস চালকসহ ৪ জন নিহত ও ৭জন আহত হয়েছে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধূনিক হাসপাতালে ভর্তি করে।
পুলিশ সূত্রে জানাযায়-সোমবার দুপুরে পনে ২টার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাখরনর এলাকায় সিলেট থেকে ঢাকাগামী আল মোবারক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও ঢাকা থেকে সিলেটগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংর্ঘষ ঘটে। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক অজ্ঞাত (৪৫) নিহত হয়। গুরুত্বর আহত ১২জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে মুরাদ (৩৫) সাদিয়া আক্তার (৩২) ও অজ্ঞাত (৪০) এক মারা যায়। আহতদের হবিগঞ্জ সদর, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সালেহ আহম্মদ জানান-নিহত ও আহতদের উদ্ধার করা হয়েছে। বাস ও মাইক্রোবাস পুলিশ জব্দ করেছে। তবে বাসের চালক পালিয়ে গেছে।