ভালুকা উপজেলার শিল্প এলাকার হবিরবাড়ী মৌজায় ইকোপার্ক না করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন ও সড়ক অবরোধ করে। এর আগে ঢাকাণ্ডময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় মহাসড়কের সিডস্টোর বাসস্ট্যান্ড এলাকার দুই পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
মানববন্ধনে বক্তারা বলেন হবিরবাড়ী মৌজায় ৩৭টি দাগে ১ হাজার ৭১ একর জমিতে ইকোপার্ক করার জন্য সরকার চয়েস করে সিমানা নিধারনের কাজ শেষ করেছে। এই সিমানার ভিতর শতশত ঘরবাড়ীও রয়েছে। ইকোপার্ক করা হলে এ সকল পরিবার বাস্তহারা হয়ে যাবে। তাই ইকোপার্কের কাযক্রম বন্ধ না হওয়া পর্যন্ত তারা আনন্দোল চালিয়ে যাবে।
উল্লেখ্য গত ১৪ জুলাই ভালুকা হবিরবাড়ী বনবিভাগের রেঞ্জ কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বনমন্ত্রী শাহাব উদ্দিন আহাম্মেদ জানান হবিরবাড়ী মৌজার ৩৭টি দাগের ১ হাজার ৭১ একর জমিতে ইকোপার্ক হবে এবং কার্যক্রম চলছে। ্ওই দাগ গুলোর মধ্যে প্রায় সবটুকু বনবিভাগের জমি রয়েছে। কিছু দখলদারা বনের জমি জবরদখল করে বনের জমিতে বসতি স্থাপন করেছে।