সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাঘাটা উপজেলা যুবদল নেতা ইখতিয়ার আহম্মেদ সুজনের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছেন ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা, উপজেলা বিএনপির অন্যতম নেতা ও তরুণ সমাজসেবক জনাব কামরুজ্জামান সোহাগ। চিকিৎসার ব্যয়ে ব্যক্তিগতভাবে তিনি ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন। উল্লেখ্য, সাঘাটা উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও সাবেক ছাত্রদল নেতা সুজন ১৪ জুলাই মটরবাইক দুর্ঘটনায় গুরতর আহত হয়ে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ওইদিনই ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।