জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।১৭ জুলাই রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে সভায় জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ মতলব আসনের সংসদ সদস্য মোঃ নুরুল আমিন। তিঁনি বর্তমান সময়ে দেশব্যাপী উন্নয়নের বাস্তব চিত্র সভায় উপস্থিত জেলা পর্যায়ের কর্মকর্তাদের সামনে তুলে ধরেন।
সভায় জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকন্ডের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় জেলা প্রশাসক জেলার বিভিন্ন দপ্তরের উন্নয়ন কর্মকা- বাস্তবায়ন অগ্রগতি এবং উদ্ভুত সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করার কথা বলেন।
সভায় বুস্টার ডোজ কার্যক্রম জোরদারকরণ, স্বাস্থ্যবিধি মেনে চলা, অবৈধভাবে ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা ও বালু উত্তোলন নিরোধে মোবাইল কোর্ট অভিযান, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক প্রকল্পের দ্রুত বাস্তবায়ন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স বিষয়ক আলোচনা, মুক্তিযোদ্ধাদের নামে নামকরণকৃত রাস্তা ও সড়কসমূহের নামফলক সংস্কার ও দৃশ্যমানকরণ বিষয়ক আলোচনা ছিল উল্লেখযোগ্য।
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।