চিরিরবন্দরে উপজেলা নির্বাহী অফিসারগণের বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৪ জুলাই বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা শিক্ষক সমিতি, মাদরাসা শিক্ষক সমিতি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরাম ও উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকাকে বিদায় ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ খালিদ হাসানকে বরণ করা হয়।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু সুনীল কুমার সাহার সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মোঃ আহসানুল হক মুকুল, আলহাজ¦ অধ্যক্ষ ইউসুফ আলী, ইউপি চেয়ারম্যান আবু হায়দার লিটন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক হাসিবুল হাসান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মমিনুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু, প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন সরকার, আব্দুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিদায়ী ও নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট এবং উপহার সামগ্রী প্রদান করা হয়।