চিরিরবন্দরে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
গতকাল ১৪ জুলাই বৃহস্পতিবার বেলা ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা সমাজসেবা দপ্তরের আয়োজনে ২০২১-২০২২ অর্থ বছরে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ১৯ জন রোগীর মাঝে জনপ্রতি ৫০ হাজার টাকা মোট ৯ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকা।
এসময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু সুনীল কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মোঃ আহসানুল হক মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হামিদুর রহমান, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম প্রমূখ উপস্থিত ছিলেন।