পঞ্চগড়ের বোদায় ১ কেজি শুকনা গাজাঁ সহ ফারুক (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বোদা থানার পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের ঝলঝলি চৌড়িয়াপাড়া গ্রাম হতে ১ কেজি গাজাঁসহ তাকে হাতে নাতে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই জন মাদক ব্যবসায়ী সোহেল(২৩) ও প্রদীপ(৩৫) পালিয়ে যায়। এ ব্যপারে বোদা থাানার অফিসার ইনচার্জ মোঃ আবু সাইদ চৌধুরী জানান, এক মাদক ব্যবসায়ীকে গাজাঁ সহ হাতে নাতে আটক করে তার বিরুদ্ধে মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদক ব্যবসার কাজে সহযোগিতা করায় আরো ২ জন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।