পঞ্চগড়ের বোদায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মেরাজ (৮) নামের বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের পাথরাজ গ্রামে। ঐ গ্রামের নুর ইসলামের নাতী পুকুরে গোসল করতে গেলে সবার অগোচরে পুকুরের পানিতে ডুবে যায়। অনেক খোজাখুজির পর অজ্ঞান অবস্থায় পুকুর হতে তাকে উদ্ধার করে বোদা সদর হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত শিশুটি বোদা পৌর শহরের সর্দারপাড়া গ্রামের মোঃ সুলতানের পুত্র।