ফরিদপুরে চাষিদের মাঝে বিনামূল্যে অধিক উচ্চ ফলনশীল অ্যারাইজ আই এন এইচ ১৬০১৯ হাইব্রিড জাতের ধান বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতি বার সকালে ফরিদপুর সদর উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বীজ বিতরণ করেন ফরিদপুর সদর উপজেলা কৃষি অফিসার মো. আবুল হোসেন মিয়া।
এসময় বায়ার ক্রপ সাইন্স লি. এর ফরিদপুরের আঞ্চলিক কর্মকর্তা কৃষিবিদ মো. মানসুর রহমান, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জহির রায়হানসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
বায়ার ক্রপ সায়েন্স লি. এর আঞ্চলিক কর্মকর্তা কৃষিবিদ মো. মানসুর রহমান বলেন, ‘এই ধান বাদামী ঘাষ ফরিং সহনশীল এবং পাতাপোড়া রোগ প্রতিরোধী জাত’। এই ধান চাষ করে চাষিরা অধিক লাভোবান হবেন।
সদর উপজেলার ৫০জন চাষির মাঝে ১০০কেজি ধানের বীজ বিতরণ করা হয়। আগামীতে চাষিদের মাঝে বিনামূল্যে ধানের বীজ বিতরণ করা হবে বলে, জানান এই কর্মকর্তা।