ময়মনসিংহের গফরগাঁওয়ে নেজামুল ইসলাম বাপ্পি (২৩) নামে এক যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পাগলা থানা পুলিশ। মঙ্গলবার বিকালে উপজেলার টাঙ্গাব ইউনিয়নের বাশিয়া বাজার এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে পুলিশ এই লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার দত্তেরবাজার এলাকার ব্রহ্মপুত্র নদের পানিতে একটি লাশ ভেসে যেতে দেখে স্থানীয় লোকজন পাগলা থানা পুলিশকে অবহিত করেন। দীর্ঘ সময় অনুসন্ধান করে প্রায় দুই কিলোমিটার দূরে টাঙ্গাব ইউনিয়নের বাশিয়া বাজার এলাকা থেকে পুলিশের একটি দল লাশটি উদ্ধার করে। লাশটি অর্ধ গলিত ছিলো। শরীরের বিভিন্ন স্থানে সাদা হয়ে মাংস খসে গেছে। পরে নাম পরিচয় জানার জন্য পুলিশ লাশ উদ্ধারের সংবাদ পাশর্^বর্তী ত্রিশাল থানায় জানালে যুবকের স্বজনরা এসে সনাক্ত করেন।
স্বজনরা জানান, নেজামুল ইসলাম বাপ্পি ত্রিশাল উপজেলার ধলাইমান গ্রামের নজরুল ইসলামের ছেলে। দুইদিন পূর্বে কালির বাজার এলাকা থেকে সে নিখোঁজ হয়।
পাগলা থানার ওসি (তদন্ত) সুমন চন্দ্র রায় বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার ও সুরত হাল শেষে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মগে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।