নাগেশ্বরীতে জঙ্গিবাদ, সন্ত্রাস সৃষ্টি ও সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১ টা থেকে ১ টা পর্যন্ত উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা পরিষদের আয়োজনে সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প এবং স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রুকনুজ্জামান শিমু, মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অনন্যা, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর আহমেদ মাছুম, নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) নবীউল হাসান, প্রেসক্লাব সভাপতি লিটন চৌধুরী, নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক প্রমুখ। উপস্থিত ছিলেন বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ।