ফেসবুক পেজে আমেরিকা ভিত্তিক আর্কষনীয় বেতন ভুক্ত অফারে ২০২০ সালে সারাদেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ করা হবে মর্মে ৭ দিনে মধ্যে নিয়োগ সম্পন্ন করা হবে। আগ্রহীদের নিন্ম ঠিকানায় যোগাযোগ করতে বলা হল। চ্যানেল সিক্স নামের সিইও পদে তুহিন সারোয়ার নামের এক প্রতারক সারা দেশব্যাপী সাংবাদিকের নিকট থেকে এই বিজ্ঞপ্তি দিয়ে জনপ্রতি নি¤েœ ৭ হাজার থেকে আরো বেশি টাকা নিয়ে দেদারচে এই ব্যবসা চালিয়ে যাচ্ছিল। কথা ও কাজে মিল না পাওয়ায় অবশেষে সাংবাদিকের করা অভিযোগের ভিত্তিতে সেই প্রতারকের নিকট থেকে টাকা উদ্ধার করল বাংলাদেশ পুলিশ। তদন্ত শেষে গত ১লা জুলাই শুক্রবার বিকেলে শেরপুর পুলিশ সুপারের কার্যালয় ডিবি শাখায় প্রতারনার শিকার হওয়া সাংবাদিক মাহফুুজুর রহমান সোহাগ কে প্রাপ্য ৭ হাজার টাকা বুঝিয়ে দেয় জেলা গোয়েন্দা শাখার পুলিশ কর্মকর্তাগন।
পুলিশ ও অভিযোগপত্রের সূত্রে, ফেসবুক পেজে চ্যানেল-৬ নামে একটি টিভি চ্যানেল গত ২০২০ সেপ্টম্বর মাসে সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে সাংবাদিক নিয়োগ দেবে বিজ্ঞপ্তি দেয়। সাংবাদিক নিয়োগে মাসিক বেতনভুক্ত ভাবে যথাযথ ভালোমানের ইকো মাইক্রোফোন, বম, নিয়োগপত্র, আউডি কার্ড তারা প্রদান করবে। জনপ্রতি সাংবাদিকের নিকট হতে ৭ হাজার টাকা দিতে হবে। তাহলেই তারা এগুলি কুরিয়ারে পাঠিয়ে দিবে। এই বিজ্ঞপ্তি দেখে শেরপুর জেলা প্রতিনিধি হিসাবে সাংবাদিক মাহফুজুর রহমান সোহাগ আবেদন করে। তখন চ্যানেল-৬ দেওয়া একটি একটি নাম্বার ০১৬৪৪৯৯৩৬২৫ তুহিন সারোয়ার নামে ব্যাক্তি এ্ই প্রতিষ্ঠানের সিইও পরিচয় দেয়। আপনি যদি কাজ করতে চান তাহলে আপনাকে যথাযথ ভাবে মাসিক সস্মানিও দেওয়া হবে। তাড়াতাড়ি আমাদের কাছে আবেদন পাঠাতে হবে এবং এগুলি সম্পন্ন করতে আপনাকে ৭ হাজার টাকা পাঠাতে হবে এখনই। তা না হলে আরো আবেদনকারী আছে তারা যদি টাকা দিয়ে দেয় তাহলে আপনারটা নিশ্চিত করা সম্ভব হবে না। দ্রুততম সময়ে ২০২০ সালের সেপ্টরম্বর মাসে সেই সাংবাদিক কোন রকমে বাচ্চার দুধ ও খাদ্য কেনার টাকা থেকে ১ম দিন ৪ হাজার টাকা (০১৬৪৪৯৯৩৬২৫) বিকাশ নাম্বারে পাঠিয়ে দেয়। পরের দিন সেই তুহিন সারোয়ার সকালে ফোন দিয়ে বলে দুপুরের মধ্যেই বাকি ৩ হাজার টাকা পাঠাতে হবে। তা না হলে অন্যজনের সংযোগ লেগে যেতে পারে। পরে সেই আরো ৩ হাজার টাকা পাঠিয়ে দেওয়া হয় পরে তুহিন সারোয়ার বলে এক সপ্তাহের মধ্যে যথাযথ ভাবে আপনার ঠিকানায় জিনিসপত্র পৌছে যাবে। কিন্তু সপ্তাহ, ১০দিন, ২০দিন মাস পেরিয়ে বছর যায়। কিন্তু সাংবাদিকের জিনিস আসে না। পরে ফোন দিলে বলে কোরিয়ার করার জন্য আরো ১২ শ টাকা পাঠাতে হবে। তখন সেই সাংবদিক বিষয়টি সন্দেহ ও প্রতারকের পাল্লায় পড়েছে নিশ্চিত হয়ে বাংলাদেশ পুলিশের মহা পুলিশ পরিদর্শক ড. বেনজীর আহম্মেদ এর নিকট একটি অভিযোগ দায়ের করে। সেই অভিযোগ এআইজি হয়ে শেরপুর পুলিশ সুপার এর নিকট নির্দেশিত হয়। পুলিশ সুপার জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ ইউসুফ আলীকে তদন্তের দায়িত্বভার দেয়। তদন্তে এআই মোঃ ইউসুফ আলী তুহিন সারোয়ারের পুলিশ সিডিআর তথ্যে উঠিয়ে আনে তার সার্বিক পরিচয় জানতে পারে। তুহিন সারোয়ারের বাড়ী শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনার জানকিপুর গ্রামে। বর্তমান ঠিকানা গাজীপুর জেলার টংগীর ওয়ার্ড-নং ৪৮, এরশাদনগর এলাকায়। পরে ডিবির এসআই মোঃ ইউসুুফ আলী তুহিন সারোয়ারের খোজে অভিযান চালায়। পরে তুহিন কে সাংবাদিকের টাকা ফেরতের টাকা জন্য বলা হলে দ্রুততম সময়ে সে টাকা শেরপুর গোয়েন্দা শাখায় ৭ হাজার টাকা জমা করে। অবশেষে গত ১লা জুলাই শুক্রবার বিকেলে শেরপুর পুলিশ সুপারের কার্যালয় ডিবি শাখায় প্রতারনার শিকার হওয়া সাংবাদিক মাহফুুজুর রহমান সোহাগ কে প্রাপ্য ৭ হাজার টাকা বুঝিয়ে দেয় জেলা গোয়েন্দা শাখার পুলিশ কর্মকর্তাগন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা গোয়েন্দা শাখার ডিবির ইনচার্জ রিয়াদ মাহমুদ, ডিবির এসআই মোঃ ইউসুফ আলী, ডিবির এসআই মোঃ আজিজুল হক, ডিবির এসআই মোঃ খোরশেদ আলম ভুইয়াসহ আরো পুলিশ কর্মকর্তাগন।
সাংবাদিক মাহফুজুর রহমান সোহাগ বলেন, বাংলাদেশ পুলিশ দেশ ও মানুষের জন্য কাজ করে। বাংলাদেশ পুলিশ মানুষের মানবিক মূলবোধ অনুধাবন করে তাকে তার সহযোগিতায় কাজ করে মানুষের মনে আস্থার জায়গা তৈরি করেছে। বিশেষ করে ড. বেনজীর আহম্মেদ বাংলাদেশ পুলিশের মহাপুলিশ পরিদর্শক তিনি দুরের যে কেউ হলেও সমস্যায় পড়লে তার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এইজন্য তার প্রতি কৃতজ্ঞতা দোয়া কামনা করছি।