দেশের বিভিন্ন স্থানে শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) মাগুরা জেলা শাখার আয়োজনে এক প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় মাগুরা চৌরঙ্গী মোড়ে প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন পালিত হয়। জেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ বাহারুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শামছুজ্জামান সেলিম, সদর উপজেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম, মহম্মদপুর উপজেলা শাখার সভাপতি শ্রীকান্ত বিশ্বাস, স্কাউট সম্পাদক রেজাউল ইসলাম প্রমূখ।
বক্তারা অবিলন্বে শিক্ষক হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি অর্থাৎ ফাসিঁ কার্যকর করতে প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এ ছাড়া যে সকল ছাত্র নামধারী সন্ত্রাসীরা শিক্ষকদের নানা ভাবে হয়রানী ও নির্যাতন করছে তাদেরকেও আইনের আওতায় এনে দ্রুততম সময়ের মধ্যে শাস্তি দাবি করেন।