কুমিল্লার হোমনায় অফিসে যাওয়ার পথে আকস্মিক দুর্ঘটনায় আহত হয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান। তিনি জানান, বৃহস্পতিবার বাসা থেকে বের হয়ে অফিসের উদ্দেশ্যে তার সরকারি গাড়িতে উঠতে যাচ্ছিলেন; তখন রাস্তায় পার্ক করা একটি মোটর সাইকেলের নাম্বার প্লেটের সঙ্গে আকষ্মিকভাবে ধাক্কা লেগে এই দুর্ঘটনায় পড়েন। এতে তার পরনের প্যান্ট কেটে উরুতে মারাত্মক ক্ষতের সৃষ্টি হয়ে রক্ত ঝড়তে থাকে।
এসময় সঙ্গে থাকা ভূমি অফিসের নাজির মো. গোলাম মোস্তফাসহ অন্য সহকর্মীরা তাকে দ্রুত উপজেলার চৌরাস্তায় ডক্টরস হসপিটালে নিয়ে যান। সেখানে সার্জন এম এম মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে তাকে চিকিৎসা দেওয়া হয়।
ডা. মাহবুবুর রহমান জানিয়েছেন, মোটামুটি ভালোই জখম হয়েছে। ক্ষত স্থানে দশটি সেলাই দিতে হয়েছে। বর্তমানে তাকে বেশ কয়েক দিন বিশ্রামে থাকতে হবে।
খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে, ভাইস চেয়ারম্যান মহাসীন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদ আহমেদ জাকির, উপজেলার দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবদুস সাত্তার আল কাদরী, চান্দেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, যুবলীগের সাধারণ সম্পাদক কায়সার বেপারীসহ অনেকেই এসি ল্যান্ড মিজানুর রহমানকে দেখতে হসপিটালে ছুটে যান। এ সময় তারা তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন ও আশু সুস্থতা কামনা করেন।