কুড়িগ্রামের নাগেশ্বরীতে কচাকাটায় ব্যবসায়ী আলতাফ হোসেন ফিরোজ হত্যার বাকী আসামীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কচাকাটা-সোনাহাট সড়কের সুবলপাড় বাজারে এ মানববন্ধন করেন তারা। মানববন্ধনে এলাকার ৩ শতাধিক বিভিন্ন পেশাজীবির মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য ইউপি সদস্য আবদুর রাজ্জাক, সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, স্থানীয় রফিকুল ইসলাম প্রমূখ। ফিরোজ এর হত্যাকান্ডে জড়িত বাকী আসামীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানান বক্তারা।
উল্লেখ ২৫ জুন রাতে উপজেলার কচাকাটা থানার বলদিয়া ইউনিয়নের রাঙ্গালির কুটি এলাকার মৃত মুল্লুকচাঁনের ছেলেকে কুপিয়ে হত্যা করেন দুর্বৃত্তরা। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেন পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামীসহ অন্যান্য আসামীদের দ্রুত গ্রেপ্তার ও তাদের ফাঁসির দাবি করেন বক্তারা।