যশোরের ঝিকরগাছা উপজেলায় সরাসরি ব্যালটের মাধ্যমে ইউনিয়ন বিএনপির নেতা নির্বাচন সম্পন্ন হয়েছে।
বুধবার ঝিকরগাছা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বাঁকড়া ইউনিয়ন বিএনপির তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট পর্যবেক্ষণে আসেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান খান।
৯ টি ওয়ার্ডের ৪৫৯ জনের মধ্যে ৪৩৭ জন নেতা সরাসরি এ ভোটে অংশগ্রহণ করেন।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুনির আহম্মেদ সিদ্দিকী বাচ্চু ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদে শাহাজান আলী, সাধারণ সম্পাদক পদে আশরাফুজ্জামান আশা এবং সাংগঠনিক সম্পাদক পদে আলতাফ হোসেন নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা অন্য সদস্য হলেন - এড. হাজী আনিসুর রহমান মুকুল। সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।