বুড়িরহাটে ডাঃ আবদুল গনি ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতালের ৭ টি নির্মানাধীন ভবন ভেঙ্গে দেওয়ার অভিযোগে থানায় মামলা। মামলা নং -৬, গ্রেফতার -১। এ ঘটনায় মামলা বাদী হাকিম মোঃ মোকছেদুল আলম জানান, রংপর সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ডের পরশুরাম থানাধীন বুড়িরহাট বটতলায় এলাকায় অবস্থিত ডাঃ আবদুল গনি ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতালে অধ্যক্ষ হিসেবে কর্মরত আছি। ওই প্রতিষ্ঠানে বর্তমানে ৭ টি পাকা রুমের কাজ চলমান রয়েছে। হঠাৎ করে গত ২৬ জুন সকাল ১১ টায় প্রতিষ্ঠানের নাইট গার্ড আমাকে জানায়, প্রতিপক্ষ বিবাদীদ্বয় বুল্ডরেজার ভাড়া করে নিয়ে এসে পরশুরাম থানাধীন বুড়িরহাট বটতলায় এলাকায় অবস্তিত ডাঃ আবদুল গনি ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্মানাধীন ৭ টি পাকা রুম ভাংচুর করে। ইহাতে প্রতিষ্ঠানের প্রায় ১৬ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়। এ ব্যাপারে অত্র প্রতিষ্ঠানের সভাপতি রংপুর জেলা প্রশাসক আসিব আহসানের সাথে আলোচনা করে অধ্যক্ষ হাকিম মোঃ মোকছেদুল আলম বাদী হয়ে পরশুরাম থানায় গত ২৬ জুন বিবাদী ফেরদৌস আলম ও আঙ্গুরা বেগম ২ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ ব্যাপারে পরশুরাম থানা পুলিশ এসআই অনিক জানান, ওই মামলার ১ নং বিবাদী ফেরদৌস আলমকে বুড়িরহাট বটতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাকে জেলা হাজতে প্রেরন করা হয়েছে।