ময়মনসিংহের গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বিট পুলিশিং সভায় উপজেলার দুটি স্কুলে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেন।
মঙ্গলবার (২৮ জুন) দুপুরে গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ উপজেলার রাবেয়া বহুমূখী উচ্চবিদ্যালয় ও দীঘা উচ্চবিদ্যালয় হলরুমে বিট পুলিশিং সভায় উপস্থিত হয়ে শিক্ষকমন্ডলী ও ছাত্র- ছাত্রীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করে। তিনি উপস্থিত ছাত্রীদেরকে অপ্রাপ্ত বয়সে কোন সম্পর্কে না জড়ানোসহ ইভটিজিং ও মোবাইল ফোন ব্যবহার বিষয়ে সচেতনতা মূলক পরামর্শ প্রদান করেন এবং মাদক ও বাল্য বিয়ে রোধকল্পে ছাত্রীদেরকে শপথ করান। এ সময় পাঁচুয়া রাবেয়া মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মুর্শিদ উদ্দিন ফকির, দীঘা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন, শিক্ষক-শিক্ষিকাসহ ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।