রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ওষধ কম্পানীর প্রতিনিধি লাঞ্চিত, হেনস্থা হওয়ার প্রতিবাদে ও পরিচালকের বিচারের দাবিতে আজ ২৭ জুন সোমবার দুপুরে সারা দেশের ন্যায় শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) কর্তৃক এক মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে হাসপাতাল গেইটে গিয়ে শেষ হয়। পরে হাসপাতাল গেইটের সামনে ফারিয়ার রিপ্রেজেনটেটিভ এনামুল কবির তালুকদারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ফারিয়ার নালিতাবাড়ী উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ আঃ আওয়াল, প্রধান উপদেষ্টা মোঃ শরিফ, উপদেষ্টা মোঃ শফিউল্লাাহ, সাংগঠনিক সম্পাদক মোঃ ওলিউল্লাহ তালুকদারসহ প্রমুখ।