কুড়িগ্রামে সত্য সংঘের উদ্যোগে বিশ্ব মাদক বিরোধী আর্ন্তজাতিক দিবস পালিত হয়েছে। সদর উপজেলার যতীনের হাটে মানুষকে সচেতন করতে ও নেশামুক্ত সমাজ গড়তে দিবসটি পালন করে সত্য সংঘ।
দিবস উপলক্ষে রোববার (২৬জুন) দুপুরে সত্য সংঘের উদ্যোগে যতীনের হাট এলাকার মানুষকে সচেতন করতে নানান ধরনের সামাজিক সচেতনতামূলক পথসভার আয়োজন করা হয়।
পরে সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের বিভিন্ন সড়ক ও যতিনেরহাটে মাদক বিরোধী রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের তৈয়বুর রহমান বাবু, সারোয়ার হোসেন, হাবিবুর রহমান হাবিব ও জামিল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যগণ।
মাদক বিরোধী সভায় প্রসাশনের সহযোগিতা নিয়ে নিজ নিজ এলাকাকে মাদক মুক্ত রাখার অঙ্গিকার করেন বক্তারা।