শেরপুরের নালিতাবাড়ীতে আজ ২৬ জুন রোববার দুপুরে অভিযান চালিয়ে ২৪ বোতল ভারতীয় মদ ও ১৯০ বোতল ফেনসিডিলসহ ২ জন কে আটক করেছে থানা পুলিশ।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, পৌরশহরের উত্তর বাজার এলাকায় কাচাড়ীপাড়া মহল্লার বাসিন্দা মধু চন্দ্র সূত্রধরের ছেলে নতুন ফটোকপি ও কম্পিউটার ব্যবসায়ী সঞ্চয় চন্দ্র সূত্রধর (২৭) এর দোকানে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। প্রথম দোকানটি তার ব্যবসায়িক যোগাযোগের মাধ্যম হলেও তার দেওয়া তথ্যে দ্বিতীয় দোকানের আরেকটি মাল রাখার কক্ষে পুলিশ অভিযান করে। এ সময় তার ওই কক্ষে ভারতীয় রয়েল ষ্ট্রেক ২৪ বোতল ও ১৯০ বোতল ফেনসিডিল পুলিশ উদ্ধার করে। এ সময় একই এলাকার তার সহযোগী বজেন্দ্র চন্দ্র শীল এর ছেলে লোকনাথ (২৫) কে পুলিশ আটক করে। ইতি পূর্বেও সঞ্চয় মাদকসহ আটক হয়ে মামলায় জেল হাজতে ছিল। পরে জামিনে বেরিয়ে কৌশল পরিবর্তন করে নতুন পথ অবলম্বন করে পর্দার আড়ালে সে এই রমরমা মাদক ব্যবস্যা চালিয়ে যাচ্ছিল। এলাকাবাসী আরো জানায়, এই মাদক ব্যবসা করে সঞ্চয় রাতারাতি অনেক টাকার মালিক বনে গেছে। শহরে কাচাড়ী পাড়া মহল্লায় প্রায় অর্ধকোটি টাকায় সে নতুন ১টি জায়গা ক্রয় করে এবং নতুন টিনসেড ঘর নির্মান করে সেটি এখন ভাড়া দিয়ে দিয়েছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহম্মেদ বাদল জানান, এ ব্যাপারে তার বিরোদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে। আরো আভিযান চলবে।