কুমিল্লার হোমনায় দুই মাদকসেবীকে এক মাস করে বিনাশ্রম জেল এবং একশ টাকা করে অর্থদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান এ আদেশ দেন।
উপজেলাকে মাদকমুক্ত করার প্রত্যয়ে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে উপজেলার রেহানা মজিদ মহিলা কলেজের পেছন থেকে চান্দিনা উপজেলার লতিফপুর গ্ৰামের সিদ্দীক মিয়ার ছেলে মো. মহিন (২২) ও হোমনা পৌর এলাকার জহিরুল ইসলামের ছেলে জিএম জানেকুল আলম (৪৩) কে উনিশ পুরিয়া গাঁজাসহ আটক করে পুলিশ।
পরে তাদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানের আদালতে হাজির করলে প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদ- ও একশ টাকা করে অর্থদ- দেওয়া হয়।