কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে কাউখালীতে আলোচনা সভা ও আনন্দ রেলি আয়োজন করেন। উপজেলা হল রুমে আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য আনন্দ রেলি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। নেতৃত্ব দেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ খালেদা খাতুন রেখা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি, অফিসার ইনচার্জ বনি আমিন, জেলা পরিষদের সদস্য আওয়ামী লীগ নেত্রী শাহজাদী রেবেকা চৈতি। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ,সাংবাদিক, সুশীল সমাজ, শিক্ষকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র-ছাত্রীর সহ সর্বস্তরের জনগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।