পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে কুমিল্লার হোমনায় আনন্দ র্যালি ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এর আয়োজ করা হয়। এ উপলক্ষে শনিবার সকাল ১০টায় পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও আনন্দ র্যালির আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দের সভাপতিত্বে আলোচনা সভা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানটি অনলাইনে প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শনের ব্যবস্থা করা হয়। শেষে বেলুন উড়িয়ে এবং স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের অংশগ্রহণে র্যালি পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বাজার ও বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেলিমা আহমাদ এমপি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসীন সরকার ও নাছিমা আক্তার রীনা, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল প্রমুখ।