কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ইসলামপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে ইন হাউজ ট্রেনিং বুধবার বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রধান শিক্ষক শহীদুল্লাহ মজুমদার ট্রেনিং উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার নাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, অ্যাকাডেমিক সুপারভাইজার আনিছুর রহমান, প্যানেল মেয়র সাদেক হোসেন, নাঙ্গলকোট প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি মাঈন উদ্দিন দুলাল, চানগড়া উচ্চবিদ্যালয় প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক লিটন, দায়েমছাতি উচ্চবিদ্যালয় প্রধান শিক্ষক মফিজুর রহমান, ইসলামপুর উচ্চবিদ্যালয় সহকারি প্রধান শিক্ষক নাছির উদ্দিন মজুমদার, চানগড়া উচ্চবিদ্যালয় সহকারী শিক্ষক সনজিত কুমার পাল প্রমুখ।