কুমিল্লার হোমনায় অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে রুটি, বিস্কুট তৈরির অপরাধে রাজধানী বেকারির মালিককে ত্রিশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে উপজেলার ডিগ্রি কলেজ রোডে পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান এ দ-াদেশ দেন। এ সময় বিএসটিআইয়ের জেলা ফিল্ড কর্মকর্তা মো. তারিক রহমান, সঙ্গীয় পুলিশের সদস্যসহ থানার উপপরিদর্শক নিভুরঞ্জন দত্ত উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় এবং নোংরা পরিবেশে খাবার তৈরি করায় বাংলাদেশ টেস্টিং এ- টেস্টিং ইনস্টিটিউশন আইন ২০১৮’র অধীনে রাজধানী বেকাররিকে ত্রিশ হাজার টাকা জরিমান করা হয় এবং এ ধরনের অভিযান অব্যহত থাকবে।