জয়পুরহাটের কালাইয়ে বৃষ্টির মধ্যে মাঠে থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে হামিদুল (৪৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের কাথাইল-গোপীনাথপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত কৃষক উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের কাথাইল-গোপীনাথপুর গ্রামের মৃত আবদুল করিমের ছেলে।
এলাকাবাসি জানান, এলাকার ফাঁকা জমিতে হামিদুল গরু চড়াছিলো। পরে হালকা বৃষ্টি শুরু হলে মাঠ থেকে তিনি গরুগুলো বাড়িতে নিয়ে আসছিলেন। এমন অবস্থা গরুগুলো নিয়ে বাড়ি ফিরে আসার সময় হঠাৎ করে বজ্রপাতে তিনি অজ্ঞান হয়ে মাঠের মধ্যে পড়ে থাকে। বৃষ্টি একটু থেমে গেলে, স্থানীয় লোকেরা তাঁকে মাঠ থেকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডাঃ রেজাউল করিম তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন বলেন, মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে।