রংপুরের পীরগাছায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ সংক্রান্ত দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ হলরুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মশালার উদ্বোধন করেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান। উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন এর সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুছা নাসের চৌধুরী, অ্যাকাডেমিক সুপারভাইজার ফারুকুজ্জামান ডাকুয়া, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম। বর্তমান সরকারের ‘সবার জন্য বিদ্যুৎ, নারীয়র ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও আশ্রয়ণ প্রকল্প, পরিবেশ সুরক্ষা, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক ও বিনিয়োগ বিকাশ, কমিউনিটি ক্লিনিক ও ডিজিটাল বাংলাদেশ, ফ্যাসিলিটেটর বিষয়ে গ্রুপ ভিত্তিক এ কর্মশালায় উঠে আসে সমস্যা, প্রতিকার ও সম্ভাবনার নানা দিক। কর্মশালায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সাংবাদিক, ইমাম, শিক্ষক ও গন্যমান্য ব্যক্তি অংশগ্রহণ করেন।