জামালপুরের বকশীগঞ্জে ডা.এফ রহমান হাসপাতাল এ- ডায়াগনোস্টিক সেন্টার (প্রাঃ) উদ্বোধন করা হয়েছে। রোববার বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হাসপাতালের উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক তথ্যমন্ত্রী আলহাজ¦ আবুল কালাম আজাদ এমপি।
হাসপাতালের চেয়ারম্যান পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে উদ্বোধন কালে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক, উপজেলা আ.লীগের সহ-সভাপতি ও বাস মালিক সমিতির সভাপতি জয়নাল আবেদীন,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আগা সাইয়ুম,যুবলীগ নেতা আবদুল আলিম তারা,প্যানেল মেয়র মিজানুর রহমান,আ’লীগ নেতা সাইফুল ইসলাম খোকা,এস এম ওমর আল ফারুক ও যুব মহিলা লীগের সভাপতি জহুরা বেগম প্রমূখ উপস্থিত ছিলেন।
হাসপাতালের চেয়ারম্যান বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর বলেন,খুব কম খরচে মান সম্মত উন্নত চিকিৎসা সেবা দেয়ার লক্ষ্যেই ডাঃ এফ রহমান হাসপাতালটি প্রতিষ্ঠা করা। এই হাসপাতালে প্রত্যান্ত অঞ্চলের অসহায় দুস্থ রোগীরা অল্প খরচেই বিভিন্ন রোগের পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি চিকিৎসা সেবা নিতে পারবেন। এছাড়াও সার্বক্ষনিক বিশেষজ্ঞ চিকিৎসক থাকবে হাসপাতালে। বীর মুক্তিযোদ্ধা ও হতদরিদ্রদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করার অঙ্গীকার ব্যাক্ত করেন তিনি।
উল্লেখ্য,হাসপাতালে রয়েছে জরুরী বিভাগ,প্যাথলজি বিভাগ,অত্যাধুনিক অপারেশন থিয়েটার,গাইনী বিশেষজ্ঞ সার্জন, ডিজিটাল এক্স-রে,আল্ট্রাসনোগ্রাম, ইকোকার্ডিওগ্রাফি,শীতাতপ নিয়ন্ত্রিত এ্যাম্বুলেন্স,স্বয়ংক্রিয় জেনারেটর, ইনডোর-আউটডোর সেবা,সার্বক্ষণিক মহিলা ডাক্তার। এছাড়াও রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে হাসপাতালটি ক্লোজ সার্কিট ক্যামেরায় নিয়ন্ত্রিত।