কুমিল্লা জেলা জাতীয়তাবাদী আইনজিবী ঐক্য পরিষদ সদস্য ও লাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি অ্যাডভোকেট আবুল বাশার এবং ওয়ার্ড বিএনপি সভাপতি আবুল হাশেম ড্রাইভারের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পেরিয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের আয়োজনে শনিবার বিকেলে পেরিয়া ইউনিয়ন পরিষদ মাঠে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পেরিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক হারুনুর রশিদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি সভাপতি অ্যাডভোকেট আবুল বাশারা।
পেরিয়া ইউনিয়ন ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক নুরুল আলম পিন্টু ও যুবদল নেতা হারুনুর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সন্ত্রাসী হামলায় আহত পেরিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি সভাপতি আবুল হাশেম ড্রাইভার, ইউনিয়ন বিএনপি সহ-সাধারণ সম্পাদক আবুল কাশেম, বিএনপি নেতা মোহাম্মদ হোসেন, ইউনিয়ন যুবদল সাবেক সভাপতি আমিনুল ইসলাম ভ্ট্টূু, যুবদল নেতা জাবেদ মজুমদার, খোরশেদ আলম, খোকন, লোকমান হোসেন, গোলাফ হোসেন, শেখ ফরিদ, সাবেক ছাত্রদল নেতা ওমর ফারুক প্রমুখ।
উল্লেখ্য, গত ১২জুন জেলা বিএনপি নব গঠিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক নাঙ্গলকোট উপজেলা বিএনপি আহ্বায়ক নজির আহম্মদ ভূঁইয়ার সংবর্ধনা অনুষ্ঠান শেষে উপজেলার কালেম গ্রাম থেকে রাতে বাড়ী ফেরার পথে পৌর এলাকার কেন্দ্রা গ্রামে একদল হেলমেট পরিহিত মুখোশধারী সন্ত্রাসী বিএনপি নেতাকর্মীদের উপর হামলা করে। হামলায় পেরিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি অ্যাডভোকেট আবুল বাশার ও একই ইউনিয়নের ৪নং ওয়ার্ড সভাপতি আবুল হাশেম ড্রাইভার গুরুতর আহত হন। পরে নেতাকর্মীরা তাদের উদ্ধার করে নাঙ্গলকোটের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বিএনপি নেতা অ্যাডভোকেট আবুল বাশার ও আবুল হাশেম ড্রাইভারের উপর হামলার তীব্র নিন্দা জানান।