পরিবেশের স্বাস্থ্য, প্রতিবেশ ব্যবস্থা, জীব বৈচিত্র্য ও জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশের অবস্থান দ্রুত অবনতি হচ্ছে। পরিবেশ সুরক্ষার কিছুটা উন্নতির পর বাংলাদেশের অবস্থান আবারো নিচের দিকে চলে গেছে। ২০২০ সালে বাংলাদেশের অবস্থান ১৬২ তম হলেও এবার তার অবস্থান হয়েছে ১৮০ টি দেশের মধ্যে ১৭৭ তম। যুক্তরাষ্ট্র সরকারের পরিবেশ সুরক্ষা এজেন্সি (ইপিআই) চলতি সপ্তাহে যে বৈশ্বিক প্রতিবেদন প্রকাশ করেছে তাতে এ চিত্র ফুটে উঠেছে। দেশটির এমসিকল ম্যাকবেইল ফাউন্ডেশনের সহায়তায় কলম্বিয়া বিশ^বিদ্যালয় ও ইয়েল বিশ^বিদ্যায়ের গবেষকরা এ প্রতিবেদন তৈরি করেন। দু’ বছর পর পর প্রতিবেদন প্রকাশ করা হয়। এবার পরিবেশ সুরক্ষার তালিকায় শীর্ষে থাকা পাঁচটি দেশ হচ্ছে ডেনমার্ক, যুক্তরাজ্য, ফিনল্যান্ড, মালটা ও সুইডেন। এতে যুক্তরাষ্ট্রের অবস্থান ২০ তম। অন্য দিকে বাংলাদেশের একধাপ উপরে রয়েছে পাকিস্তান, নিচে রয়েছে যথাক্রমে মিয়ানমার, ভিয়েতনাম ও ভারত। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পরিবেশ সুরক্ষার সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে আফগানিস্তান। এবার তাদের অবস্থান ৮১ তম। ২০২০ সালে ছিল ১৭৮ এ। এ ছাড়া এবার ভুটান ৮৫ তম, মালদ্বীপ ১১৩ তম, শ্রীলংকা ১৩২ তম ও নেপাল ১৬২ তম অবস্থানে রয়েছে।
এর আগে ২০২১ ও ২০২২ সালে বায়ুমান পর্যবেক্ষনকারী আন্তর্জাতিক সংস্থা একিউআইয়ের প্রতিবেদন বলা হয়, বাংলাদেশের বায়ুমান বিশে^ সবচেয়ে খারাপ। আর রাজধানী শহর গুলোর মধ্যে সবচে নিচে দিল্লির পর ঢাকার অবস্থান। আন্তর্জাতিক সংস্থা ইকোনমিক ইন্টো-লিজেন্স ইউনিটের বসবাসযোগ্যতার মাপকাঠিতে তৈরি প্রতিবেদনে ঢাকা বিশে^র প্রধান প্রধান শহরের মধ্যে নিচের দিকে ছিল। ২০২১ সালে ১৪০ টি শহরের মধ্যে ঢাকা ছিল ১৩৭ তম। তালিকায় ঢাকার নিচে ছিল পাপুয়া নিউগিনির পোট ফেরে-সরি, নাইজেরিয়ার লাগোস ও সিরিয়ার দামেস্ক। পরিবেশ সুরক্ষার ৪০ টি বিষয়কে মানদ- হিসেবে ইপিআই প্রতিবেদন তৈরি করেছে। এগুলোর মধ্যে রয়েছে বায়ুর মান, জ¦ালানি ও জলবায়ু, বায়ুদূষণ, পানি সম্পদ, ভারী ধাতু বা হেভি মেটাল, জীব বৈচিত্র্য ও তাদের বসতি এলাকা, বনভূমি, মৎস্য সম্পদ ও কৃষিখাত। এর মধ্যে কৃষি ও মৎস্য সম্পদে বাংলাদেশের অবস্থান বেশ ভালো। বাকিগুলোর অবস্থা নিচের দিকে।
ইপিআইয়ের প্রতিবেদনে বলা হয়, তালিকায় নিচের দিকে থাকা দেশগুলো দ্রুত অর্থনৈতিক উন্নয়নকে গুরুত্ব দিচ্ছে। দ্রুত উন্নয়ন করতে গিয়ে তারা পরিবেশের ক্ষতি করছে। সবচে বেশি ক্ষতি করছে বায়ু ও পানির। সামগ্রিক ভাবে মানুষের জীবনকে বিপন্ন করে তুলছে। এর মাধ্যমে উন্নয়ন টেকসই হবে না। পরিবেশের স্বাস্থ্য ভেঙ্গে পড়ার পাশাপাশি মানুষের স্বাস্থ্য ভেঙ্গে পড়ছে। অন্য এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বায়ু দূষণে মানুষের গড় আয়ু কমেছে দু’ বছর। বাংলাদেশ সরকার দেশে বড় বড় অবকাঠামো নিয়ে ব্যস্ত। পরিবেশ সুরক্ষায় যে উন্নয়ন হতে পারে তা নিয়ে কেউ ভাবছেন না। ফলে একের পর এক বন, জলভূমি ও প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে উন্নয়নের নামে শুধু অবকাঠামো গড়ে তোলা হচ্ছে। এখনো সময় আছে পরিবেশ সুরক্ষায় উদ্যোগ নেয়ার। তাই সবাইকে বাঁচতে হবে। আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বিশ্ব গড়ে তুলতে হবে।২০২১ সালে গ্লাসগোতে অনুষ্ঠিত বিশ^ জলবায়ু সম্মেলনের পর যে চুক্তি হয়েছিল তা বাস্তবায়নে উদ্যোগী হওয়া।