বাংলাদেশ স্বাধীনতা শিক্ষক পরিষদ ফরিদপুর জেলা শাখার বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে খন্দকার মোশাররফ হোসেন কলেজের হল রুমে ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক প্রফেসর মোশার্রফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান পান্না, উপাধ্যক্ষ হরিচাঁদ মন্ডল সুমন, আজাদ উদ্দিন, প্রফেসর তারিক হোসেন, প্রফেসর সুলতান মাহমুদ হিরক, মুহা: জয়নুল আবেদীন, মো: আবদুল কাইয়ুম শেখ, শাহ্ মো. আক্কাস, আবু জাফর শেখ, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।